ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

মনপুরায় একযুগ পর যুবদলের আহবায়ক কমিটি গঠন

মনপুরায় একযুগ পর যুবদলের আহবায়ক কমিটি গঠন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার মনপুরায় একযুগ পর উপজেলা যুবদলের তিন সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে মো. শামসুদ্দিন আহম্মেদ মোল্লাকে আহবায়ক, মো. আবদুর রহিমকে সদস্য সচিব ও মো. কামাল উদ্দিনকে সিনিয়র যুগ্ন আহবায়ক করা হয়।

কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলালের স্বাক্ষরিত বার্তায় তথ্যটি নিশ্চিত করেন মনপুরা উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার। 

এই উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নবনির্বাচিত যুবদলের আহবায়ক কমিটিকে সংবর্ধনা দেয় হাজিরহাট ইউনিয়ন যুবদল।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপত্বি ডাঃ কামাল উদ্দিন, বিএনপির সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মো. সেলিম, হাজিরহাট ইউনিয়ন যুবদলের আহবায়ক ইলিয়াছ মিয়াসহ অন্যান্যরা।

এছাড়াও ভোলা জেলার চরফ্যাসন উপজেলা, চরফ্যাসন পৌরসভা, দৌলতখান উপজেলা, দৌলতখান পৌরসভা, বোরহানউদ্দিন উপজেলা, বোরহানউদ্দিন পৌরসভা ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা, ভান্ডারিয়া পৌরসভা, জিয়ানগর উপজেলা ও কাওখালী উপজেলাসহ ১১ ইউনিটির যুবদলের আংশিক কমিটি ঘোষণা করে বার্তা প্রেরণ করে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন