ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

চরফ্যাসনে দুই ইউপিতে নৌকার পরাজয়  

চরফ্যাসনে দুই ইউপিতে নৌকার পরাজয়  
নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ও আবুল কাশেম মেলেটারি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে  দীর্ঘ ১৩ বছর পর দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হলো।  এই প্রথম ডিজিটাইজ পদ্ধতি ব্যবহার করে ইভিএম পদ্ধতি  নির্বাচন হলো। 

চরফ্যাসন উপজেলায় দুই ইউপিতে নৌকাকে হারিয়ে আনারস প্রতীক নিয়ে দুই স্বতন্ত্র প্রার্থী বিজয় হয়েছেন। দুই ইউনিয়ন হলো ২ নং আসলামপুর এবং  ২০ নং  ওমরপুর। 

সোমবার (২৮ নভেম্বর) আসলামপুর ও ওমরপুর এই দুই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

২০ নং ওমরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একে এম সিরাজুল ইসলাম এবং ০২ নং আছলাপুর ইউপি নির্বাচনে আবুল কাশেম মেলেটারি। 

উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে কোন মূল্যে সুষ্ঠ  সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করব। এবং  তা করেছি।  ওমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একে এম  সিরাজুল ইসলাম আনরস প্রতীকে ৫০৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী  রিয়াজুল ইসলাম রিজন( নৌকা)  প্রতীক নিয়ে ৩৬৮০ ভোট পেয়েছেন। এছাড়াও আসলামপুর ইউনিয়নে মো. আবুল কাশেম মেলেটারী আনারস প্রতীক নিয়ে ৪০৫০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. নুরে আলম মাষ্টার নৌকা প্রতীক নিয়ে ৩৬৭৭ ভোট পেয়েছেন।

মোট ভোটারের সংখ্যায় আসলামপুর ১১৬৪৩ জন এবং  ওমরপুরে ১৬০৬৩ জন।  দুই ইউপিতে ভোটার সংখ্যা ২৬ হাজার ৭০৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪হাজার ২৯৮জন। নারী ভোটর ১২ হাজার ৪০৮ জন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন