চরফ্যাসনের জিন্নাগড় ইউপিতে নৌকা প্রার্থীর মনোনয়ন দাখিল


জিন্নাগর ইউপিতে হোসেন মিয়া নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। বুধবার দুপুর ১ টায় উপজেলা নির্বাচন অফিসে আনুষ্ঠানিক ভাবে কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন দাখিল করেন।
মনোনয়ন দাখিল করে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান আমি গত ১৯৯৭ থেকে ২০১৪ এবং ২০১৮ সালের জিন্নাগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের ভোটে বিপুলভাবে জয়লাব করি।
তিনি বলেন নৌকা মার্কা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মার্কা,নৌকা মার্কা জননেত্রী শেখ হাসিনার মার্কা, আমাদের স্হানীয় এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহদয়ের হাতকে শক্তিশালী করার পাশাপাশি তাঁর রেকর্ড সংখ্যক উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য আমি নিরলসভাবে জনগণের জন্য কাজ করেছি।
চরফ্যাসনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিন্নাগড় ইউনিয়নের তিন বারের সফল চেয়ারম্যান মো. হোসেন মিয়াকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় মঙ্গলবার বিকালে আনন্দ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্থরের মানুষ।
জানাযায়, গত ৭ নভেম্বর জিন্নাগড় ইউপির নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত ক্রমে জিন্নাগড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মিয়াকে আওয়ামী লীগ দলীয় মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক দেয়া হয়।
নৌকা প্রতীক পেয়ে মোহাম্মদ হোসেন মিয়া ভোলা-৪ আসনের সাংসদ সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের ঢাকার কার্যালয়ে দেখা করে দেশে ফেরার পরপরই মঙ্গলবার কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা ঢাক ঢোল বাজিয়ে বর্ণাঢ্য আয়োজনে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে তাকে বরণ করেন।
পরে তিনি সাবেক সংসদ সদস্য ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির মরহুম পিতা অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের কবর জিয়ারত করে নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় শেষে ওই ইউনিয়নের নেতাকর্মীদের আয়োজনে এক বিশাল আনন্দ মিছিল অংশ নেন। পরে মিছিলটি চরফ্যাসন সদর ঘুরে ওই ইউনিয়নের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় তার বিআর ডিবি বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে তিনি সাধারণ ভোটার ও নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, নৌকার মনোনয়ন পাওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবং সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের কাছে চিরকৃতজ্ঞ। এসময় তিনি সাধারণ জনগণের কাছে আগামী ২৯ ডিসেম্বর নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নমুখী সরকার। স্থানীয় রাজনীতিকে প্রাধান্য নিয়ে দল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জিন্নাগড় ইউনিয়নের তিন তিন বারের সফল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন মিয়াকে মনোনয়ন দেওয়ায় সবাই তাঁর পক্ষে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এইচকেআর
