ঢাকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জামায়াতের নতুন আমিরের নাম জানা যাবে নভেম্বরেই আ’ লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে লুটপাট করেছে: ফয়জুল করিম আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০ উজিরপুরে একুশ দিনে ৩৫ লাখ টাকার জাল জব্দ, ১৮ জেলেকে কারাদণ্ড   নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা দল নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
  • লেবুপানি দিয়ে দিন শুরুর উপকারিতা

    লেবুপানি দিয়ে দিন শুরুর উপকারিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খেতে বসেছে অথচ বাঙালির পাতে এক টুকরো লেবু থাকবে না, এমনটা যেন হতে পারে না। আবার ঘরে লেবু থাকার পরও প্রচণ্ড গরমে বাইরে থেকে ফেরার পর কেউ লেবুর শরবত খাবে না, এমনটাও ভাবা যায় না। আমাদের দৈনন্দিন জীবনে সহজলভ্য অথচ দারুণ উপকারী এই লেবুর রয়েছে নানাবিধ ব্যবহার।

    সকালে লেবুপানি দিয়ে দিন শুরু করলে যে বেশকিছু উপকার আমরা পেতে পারি, সেটা হয়তো অনেকেই জানেন না। লেবুপানির পাঁচটি উপকারিতা সম্পর্কে কথা বলেছেন ডাক্তার রোক্সান বি. সুকল।

    হজমে সহায়ক 
    আমাদের পাকস্থলীতে যে গ্যাস্ট্রিক গ্লান্ড রয়েছে, সেখান থেকে অ্যাসিড উৎপন্ন হয়ে খাবারে মিশে হজম প্রক্রিয়া সম্পন্ন করে। যেহেতু লেবুতে সাইট্রিক অ্যাসিড বিদ্যমান, তাই যখন আমরা লেবুপানি খাই, তখন তা আমাদের পরিপাকে সহায়তা করে।

    পানির চাহিদা পূরণ
    আমরা অনেকেই পর্যাপ্ত পানি পান করি না। সে ক্ষেত্রে প্রতিদিন লেবুর পানি পান আপনার শরীরে পানির চাহিদা পূরণে সহায়তা করতে পারে। আর সাধারণ পানির চেয়ে লেবুপানি কিছুটা সুস্বাদু হওয়ায় সহজেই এর অভ্যাসও গড়ে তোলা যায়।

    লেবু ওজন কমাতেও সহায়তা করে। সকালে কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে এটি শরীরের চর্বি কমাতে সাহায্য করে। আর এতে চিনি বা মিষ্টি কিছু মিশিয়ে খাওয়া যাবে না। এক কাপ পানিতে অর্ধেক পরিমাণ লেবু মিশিয়ে খেতে পারেন।

    কিডনির পাথর প্রতিরোধ
    শরীরে পানির স্বল্পতার কারণে কিডনিতে পাথর জমে। তাই লেবুপানি পান করলে আপনার শরীরে পানির অভাব হবে না এবং কিডনিতে পাথর জমারও শঙ্কা থাকবে না। এ ছাড়া লেবু কিডনি ও পাকস্থলীর পাথর গলাতেও সাহায্য করে।

    কোষ্ঠকাঠিন্য দূর করে
    লেবুপানি কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে দারুণ উপকারী। সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেয়ে ফেলুন। দেখবেন, কিছুদিন পরে আর কোষ্ঠকাঠিন্য থাকবে না।

    তবে আপনার যদি অ্যাসিডিটির মারাত্মক কোনো সমস্যা থাকে, সে ক্ষেত্রে লেবুপানি অথবা লেবু খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। মনে রাখতে হবে, এগুলো সাধারণ তথ্য, যা ডাক্তারদের পরামর্শক্রমেই তৈরি করা হয়ে থাকে। তবে ব্যক্তিভেদে এর প্রয়োগ ও উপযোগিতা আলাদা হয়ে থাকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ