ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

Motobad news

ভোলায় খেলার সমর্থন নিয়ে সংঘর্ষ, নিহত ১

ভোলায় খেলার সমর্থন নিয়ে সংঘর্ষ, নিহত ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলায় খেলার সমর্থন নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হৃদয় নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সদরের ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ওই গ্রামের ইব্রাহিমের ছেলে।
এ ঘটনায় আহত অপর ৬ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন জানান, বিশ্বকাপ ফুটবল খেলার সমর্থন নিয়ে হৃদয়ের সঙ্গে সুজন, ইউনুস ও খলিলের বিরোধ হয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজজনা ছিল।  
 
মঙ্গলবার রাতে স্থানীয় চেউয়াখালি বাজারে উভয় গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়।

ভোর ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, সব আসামি পুলিশের নজরদারিতে রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন