ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

Motobad news

দৌলতখানে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা

দৌলতখানে ৫ নারীকে জয়িতা সংবর্ধনা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ  পক্ষ ও বেগম  রোকেয়া  দিবস উপলক্ষে  ভোলার দৌলতখানে  সফল ৫ নারীকে শ্রেষ্ঠ  'জয়িতা' সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শুক্রবার (৯ ডিসেম্বর)  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা  প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  আইনুন নাহার রেনু বিভিন্ন  ক্যাটাগরিতে সফল ৫ নারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে  দেন। 

সফল ৫ নারী হলেন, ডা. সুমাইয়া আক্তার,  সালমা আক্তার,  হনুফা খাতুন, নুর নাহার,  শিরিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন দৌলতখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শ.ম ফারুক, সিনিয়র  সাংবাদিক জাকির আলম,   এনজিও সুশীলন'র  উপজেলা কো-অর্ডিনেটর রেখা ইয়াছমিন,  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক হুমায়ুন  কবির প্রমুখ। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন