ভোলায় ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ

ভোলায় চিকিৎসকের ভুল চিকিৎসায় বিবি আছিয়া (৩৫) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. আফরোজা বেগমের বিরুদ্ধে।
গত রবিবার (১১ ডিসেম্বর) রাতে ভোলা ডায়াবেটিক হাসপাতালে ওই অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচারের পর একটি পুত্রসন্তান জন্ম দেন। পরে জ্ঞান না ফেরায় সোমবার সকালে আইসিইউ সাপোর্টের জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত বিবি আছিয়া ভোলা সদর উপজেলার শিবপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকার মো. আব্দুর রহমানের স্ত্রী।
নিহতের স্বজনদের অভিযোগ, চিকিৎসক আফরোজা বমি করা অবস্থায় রোগীর অস্ত্রোপচার করায় তার মৃত্যু হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
নিহতের ভাতিজা মো. জিন্নাহ জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় তার চাচিকে ডা. আফরোজাকে দেখানো হয়েছিল। তার পরামর্শে তাকে গত রবিবার রাতে ভোলা ডায়াবেটিক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ১৫ হাজার টাকা চুক্তিতে ডা. আফরোজা অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের সময় বিবি আছিয়া বমি করেছিলেন। তখন চিকিৎসককে বমি করার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এমন বমি করলে সমস্যা নেই।
তিনি আরো জানান, রাত ১০টায় অস্ত্রোপচার শেষ হয়। আছিয়া একটি পুত্রসন্তান জন্ম দেন। অপারেশন থিয়েটার থেকে বের করার পর আছিয়া কাঁপছিলেন। তখন চিকিৎসককে বলা হলে তিনি বলেন, 'কোনো সমস্যা নেই। ' তবে বমি করা অবস্থায় রোগীকে অস্ত্রোপচার ঠিক হয়নি বলেও মন্তব্য করে তিনি বলেন, 'যাক সিজার করে ফেলেছি আল্লাহ ভরসা। ' রাত ১২টায় রোগীর জ্ঞান না ফিরলে তখনো ডাক্তার বলেছেন, সমস্যা নেই ৭-৮ ঘণ্টা পর জ্ঞান ফিরবে। পরে সকাল ৮টায় রোগীকে আইসিইউতে রাখতে দ্রুত বরিশাল নেওয়ার জন্য বলেন তিনি। বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন নিহতের স্বামী মো. আব্দুর রহমান।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. আফরোজ জানান, অস্ত্রোপচারের পর রোগী স্বাভাবিক ছিলেন। রাত ১২টায়ও তার প্রেশারসহ অন্য সব কিছুই ভালো ছিল। সকাল সাড়ে ৮টার দিকে তার প্রেশার কমে গেলে অন্য চিকিৎসকসহ তাকে পর্যাপ্ত চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। কিন্তু তার উন্নতি না হওয়ায় তাকে আইসিইউ সাপোর্টের জন্য বরিশাল পাঠানো হয়েছে। মূলত বয়স বেশি হওয়ায় হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যু হয়েছে। কোনো ভুল চিকিৎসা দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
এএজে