ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষে আহত ১০ 

মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষে আহত ১০ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া দুই লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লঞ্চ তাসরিফ-২ চাঁদপুরের কাছাকাছি এলাকায় এলে মেঘনা নদীর মাঝে একই রুটের লঞ্চ ফারহান-৫ পেছন থেকে ধাক্কা দেয়। 

এদিকে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লঞ্চ দুটি ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। এ ঘটনায় উভয় লঞ্চের শিশুসহ ১০ যাত্রী আহত হয়েছে। তাসরিফ-২ লঞ্চের যাত্রী সুমন, আরিফসহ আরও কয়েকজন জানান, ফারহান-৫ লঞ্চটি বেপরোয়া গতিতে তাসরিফ লঞ্চটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তাসরিফ লঞ্চের পেছনের একাংশ ভেঙে যায়। 

এ সময় সুরমা (৮) নামে এক শিশুসহ ওই লঞ্চের তিন-চারজন যাত্রী আহত হন। সংঘর্ষে লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দে ঘুম থেকে আঁতকে ওঠে শিশুসহ সাধারণ যাত্রীরা। তারা ছোটোছুটি করতে থাকে। ফারহান-৫ লঞ্চের যাত্রী রাকিব হোসেন শাহীন জানান, ফারহান লঞ্চটি বেপরোয়া গতিতে তাসরিফ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় লঞ্চের যাত্রীরা কান্না শুরু করে। ক্ষুব্ধ যাত্রীরা একপর্যায়ে লঞ্চের স্টাফদের ওপর চড়াও হন। এ সময় দুই লঞ্চের শিশু ও দুই নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়। 

তাসরিফ-২ লঞ্চের সহকারী ইনচার্জ মোবারক করিম বলেন, ‘ফারহান লঞ্চ ইচ্ছাকৃতভাবে আমাদের লঞ্চটিকে ধাক্কা দিয়েছে। এতে লঞ্চটির অনেক ক্ষতি হয়েছে। যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়ে।’এ বিষয়ে ফারহান-৫ লঞ্চের কেরানি মো. আলতাফ হোসেন বলেন, ‘এ ঘটনায় আমার মাস্টারের কোনো দোষ নেই। তাসরিফ-২ লঞ্চের মাস্টার বাঁ পাশ দিয়ে ওভারটেক করে আমাদের লঞ্চের সামনে এসে পড়ে। এতে আমাদের চার-পাঁচজন যাত্রী আহত হয়েছে।’ লঞ্চেরও ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন