ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

চরফ্যাশনে অটোরিকশার চাপায় শিশু নিহত

চরফ্যাশনে অটোরিকশার চাপায় শিশু নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় অটোরিকশার চাপায় সুমা নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেয়ারম্যান বাজার সংলগ্ন বেড়িবাঁধ নামক জায়গায় এ ঘটনা ঘটে। নিহত সুমা চর মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. সুমনের শিশু কন্যা। 

দক্ষিণ আইচা থানার উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে বেড়িবাঁধ এলাকায় দৌঁড়ে রাস্তা পারাপার হতে গিয়ে অটোরিকশা চাপায় ওই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা অটোরিকশাটি আটক করেছে। 

তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন