ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

চরফ্যাশনে প্রতিপক্ষের নির্বাচনী অফিস ভাংচুর

চরফ্যাশনে প্রতিপক্ষের নির্বাচনী অফিস ভাংচুর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

চরফ্যাশন উপজেলা আমিনাবাদ ৩ নং ওয়ার্ডে হালিমাদ গ্রামে টিউবওয়েল মার্কার প্রার্থী তৌয়ব পন্ডিতের নির্বাচনী অফিস প্রতিপক্ষ আক্তার মেম্বারের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগ উঠছে। 

শুক্রবার সন্ধা ৬ টার দিকে আমিনাবাদ হালিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনা সূত্রে জানাযায় হালিমাবাদ কর্ণফুলী আবাসন ব্রীজ সংলগ্ন টিউবওয়েল মার্কার প্রার্থী তৈয়ব পন্ডিত নির্বাচনী গান বাজালে প্রতিপক্ষ আক্তার মেম্বার মিছিল নিয়ে টিউবওয়েল মার্কার প্রার্থীর প্রচারের সাউন্ডবক্স বন্ধ রাখতে বলেন। এই নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি করে বাকবিতন্ডায় জরিয়ে হাতাহাতি শুরু হয়।
 
অভিযোগ প্রসঙ্গে তৈয়ব পন্ডিত বলেন আমার ৪-৫ জন কর্মী ক্যাম্পে ছিলো, প্রতিপক্ষ আক্তার মেম্বার মিছিল নিয়ে আমার অফিস অতিক্রম করে চলে যাওয়ার পথে হঠাৎ করে তাঁর নেতৃত্বে লোকজন আমার অফিসটি ভেঙ্গে ফেলে সম্পুর্ন তছনছ করে দেয়। এসময় আমার ৩-৪ জন কর্মী আহত হন। 

আহতারা হলেন ইসমাইল (২৮) হোসেন (৩৫) এমরান (২৬)  এ ঘটনায় আমি থানায় এবং নির্বাচন অফিসে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছি। 

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আক্তার মেম্বার বলেন আমার একটি মিছিল তাঁর অফিসের পাশ  দিয়ে যাওয়ার মূহুর্তে তাঁরা উচ্চস্বরে  সাউন্ডবক্স বাজালে আমি বন্ধ রাখতে বলি। কিন্তু তাঁরা বন্ধ না করে উল্টো আমাকে মারপিট করতে উদ্যত হন। কিন্তু আমি সহিংসতা এরিয়ে চলে যাই। আমার বিরুদ্ধে যে অভিযোগ তা সম্পুর্ন মিথ্যা এবং  এটি আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে এই অপপ্রচার হচ্ছে। 

এ প্রসঙ্গে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন বলেন দুই পক্ষের অভিযোগ পেয়েছি, তদন্ত করে অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে। 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন