চরফ্যাশনে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও স্বতন্ত্র (বিদ্রোহী) দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে দুলারহাট থানায় এ মামলা করা হয়। দুই মামলায় দুই শতাধিক আসামি করা হয়েছে। এদিকে মামলার পর থেকে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন বলে জানান।
স্থানীয় সূত্র জানায়, নীলকমল ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন হাওলাদার ও স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল হোসেন লিখনের কর্মী-সমর্থকদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়। এ সময় উভয় প্রার্থীর দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে দুলারহাট থানায় পৃথক দুইটি মামলা করা হয়।
আওয়ামী লীগের প্রার্থী আলমগীর হোসেন হাওলাদারের ছোট ভাই কামরুল হাওলাদার বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখনের শতাধিক কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মামলা করেন।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখন আওয়ামী লীগের প্রার্থী আলমগীর হোসেন হাওলাদারের শতাধিক কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মামলা করেন।
খবরের সত্যতা নিশ্চিত করে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে দুইটি মামলা করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।
ইউপি নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী ২৯ ডিসেম্বর নীলকমল ইউপি নির্বাচনে চরফ্যাশনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এইচকেআর
