ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

মেঘনায় জাহাজডুবি, ৯ কেটি টাকার ক্ষতি

মেঘনায় জাহাজডুবি, ৯ কেটি টাকার ক্ষতি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার মেঘনা নদীতে সাগর নন্দিনী-২ নামে একটি তেলবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে থাকা মাস্টার, স্টাফসহ ১৩ জনকে জীর্বিত উদ্ধার করা হয়। আজ রবিবার ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

জীবিত উদ্ধার হওয়ায় জাহাজের মাস্টার মাসুদ বেল্লাল জানান, শনিবার তারা চট্টগ্রাম বন্দর থেকে ৯ শ টন অটকেন ও ডিজেল লোড করে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা ডিপোর উদ্দেশে রওনা হন। রবিবার ভোর ৪টার দিকে ভোলার সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীতে আসলে কুয়াশার কারণরে কিছু দেখা যাচ্ছিল না। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি জাহাজ তাদের জাহাজটিকে ধাক্কা দেয়। এতে তাদের পেছনের ইঞ্জিন রুমের কাছে ছিদ্র হয়ে পানি প্রবেশ করে জাহাজটি ডুবে যায়। এ সময় চিৎকার শুনে একটি বালুবাহী বাল্কহেডে সবাইকে জীবিত উদ্ধার করে।

জাহাজের শ্রমিকরা জানান, জাহাজে যে পরিমাণ তেল রয়েছে তাতে আনুমানিক প্রায় ৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়াও ডুবে যাওয়া জাহাজের বেশ কিছু তেল স্থানীয় জেলেরা নিয়ে গেছে বলে অভিযোগ করেন তারা।

নৌ পুলিশের এসআই মো করিম বলেন, খবর পেয়ে এসে ডুবে যাওয়া জাহাজের তেল ও জাহাজটিকে সুরক্ষা দিই। যেন কেউ তেল ও জাহাজের ক্ষতি করতে না পারে। ইতিমধ্যে কয়েকজন জেলেকে তেলসহ আটক করি।

বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক (উদ্ধার) আব্দুল সালাম বলেন, আমরা ইতিমধ্যে জাহাজের লিকেজগুলো বন্ধ করার চেষ্টা করছি। অনেকটা বন্ধ করতে সক্ষম হয়েছি। এই জাহাজের তেল যেন নদীতে ভেসে না যায় সে জন্য কাজ করছি।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, খবর পেয়ে সকালের দিকে ঘটনাস্থলে পৌঁছায় টিম। তবে স্থানীয়রা তেল নেওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সবাই সরে যায়। এ ছাড়াও জাহাজটিকে উদ্ধারচেষ্টা অব্যাহত। এদিকে কোস্ট গার্ডের একটি টিম সকাল থেকেই ডুবে যাওয়া লাইটার জাহাজ তেল নদী থেকে অপসারণ করার জন্য কাজ করছে। আশা করি নদী দূষণ রোধ করা সম্ভব হবে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন