ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

ভোলার মেঘনায় জেলে ট্রলারে ডাকাতি, আটক ৩

ভোলার মেঘনায় জেলে ট্রলারে ডাকাতি, আটক ৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার মেঘনা নদীতে জেলে ট্রলারে ডাকাতির অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা মো. শাহজাহান ওরফে সাজু মাঝি (৫০), একই ইউনিয়নের মো. নিরব (৩৪) ও সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা মো. আবুল বাশার (৩২)।

বুধবার দুপুরে ভোলা র‍্যাব-৮ (বরিশাল) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহমুদুল হাসান এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা জানান, গত ১ ডিসেম্বর রাতে জলদস্যুরা ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে হানা দিয়ে জেলেদের কাছ থেকে নগদ টাকা, মাছ ও জাল নিয়ে যায়। নয়টি ট্রলার থেকে নয়জন মাঝিকে অপহরণ করে নিয়ে যায় এবং ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ট্রলারমালিক ও অপহৃত মাঝিদের স্বজনরা বিকাশের মাধ্যমে দুই লাখ আট হাজার টাকা মুক্তিপণ দেয়। টাকা পেয়ে ডাকাতেরা অপহৃত জেলেদেরকে ছেড়ে দেয়।

র‌্যাব এই ঘটনায় তদন্তে নামে। তদন্ত শেষে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার আন্তঃজেলা ডাকাত দলের প্রধান শাজাহানসহ তিন সদস্যকে আটক করে। আটককৃতদের কাছ থেকে দুইটি রাম দা, একটি লোহার রড, একটি মোবাইল, ৮টি সিমকার্ড, দুইটি মেমোরিকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

র‍্যাব-৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা ও ডাকাতি মামলা রয়েছে। একই সাথে ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন