মেঘনায় ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে চলছে পঞ্চম দিনের অভিযান


ভোলার মেঘনায় ডুবে যাওয়া কার্গো জাহাজ সাগরনন্দিনী-২ উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। উদ্ধারকাজে অংশ নিয়েছে উদ্ধারকারী জাহাজ জোহুর ও হুমায়রা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ৫০ সদস্যের ডুবুরি ও বিশেষজ্ঞ দল এ উদ্ধারকাজে অংশ নেয়।
সকাল থেকে ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান কিছুটা বিঘ্ন হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। জাহাজটিকে পানির তলদেশ থেকে উদ্ধার কার্যক্রম শুরু করতে আরও সময় লাগবে বলে জানান তারা।
এদিকে পরিবেশ দূষণ থেকে রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ল্যামর মেশিন দিয়ে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নদী থেকে তেল অপসারণ করছে।
বিআইডব্লিউটিএর পরিচালক মো. শাজাহান এসব তথ্য নিশ্চিত করে বলেন, আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের উপসচিব আবদুল হালিম জানান, ‘দুর্ঘটনাকবলিত জাহাজের তেল পানিতে মিশে গেছে, আমরা পানির নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠিয়েছি, রিপোর্ট আসতে আরও পাঁচ দিন লাগবে। তখন বলা যাবে ক্ষতির পরিমাণ।’
এএজে
