ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

শেখ হাসিনার নেতৃত্বে বহি:বিশ্বে বাঙালিরা আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে - এমপি শাওন 

শেখ হাসিনার নেতৃত্বে বহি:বিশ্বে বাঙালিরা আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে - এমপি শাওন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনার সরকার বিশে^র সাথে তাল মিলিয়ে যুগ-উপযোগী শিক্ষা কার্যক্রম চালাচ্ছে।

শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সফল শিক্ষা নীতির সেরা উপহার নতুন বছরে নতুন বই। দেশে শিক্ষা ক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা বাঙালি জাতিকে নিরক্ষর মুক্ত করতে বিনামূল্যে বই বিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বে বহি:বিশ্বে বাঙালিরা আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে।


লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে ১লা জানুয়ারি বই বিতরণ উৎসব ও ‘পাঠ্যপুস্তক দিবস ২০২৩’ উপযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাছান রিমন, ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামান মিলন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমূখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের বই বিতরণ করেন এমপি শাওন। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন