ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Motobad news

পরীমণি ও সিয়ামের সিনেমা দেখতে প্রসেনজিতের আহ্বান

পরীমণি ও সিয়ামের সিনেমা দেখতে প্রসেনজিতের আহ্বান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত ২০ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে রুপালি পর্দায় ফিরেছেন পরীমণি। বসুন্ধরা নুডলস নিবেদিত সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। 

ছবিটি মুক্তির আগে থেকেই প্রচারণায় মাঠে ছিলেন পরী। অন্যদিকে কলকাতায় অবস্থান করার কারণে সশরীরে থাকতে পারেননি সিয়াম। তবে কলকাতা থেকে সিয়াম এক ভিডিও বার্তায় ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন। এতে দেখা যায়,  ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেখতে আহ্বান জানাচ্ছেন কলকাতার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এসময় তিনি বলেন, ‘আমি খুব আনন্দিত যে, সিয়ামের নতুন ছবি মুক্তি পেয়েছে, যেটা বিশেষ করে বাচ্চাদের জন্য- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অবশ্যই গল্পটা বহু বছর আগে আমাদের পড়া। সেই গল্প নিয়ে ওরা সিনেমা করেছে এবং তোমরা সবাই হলে চলে যাও এটি দেখতে।’

এ অভিনেতা আরও বলেন, ‘আমিও দু’বছর অন্তর অন্তর ‘কাকাবাবু’ করি বাচ্চাদের জন্য। আসলে বাচ্চাদের জন্য ছবি কম হয়। তাই এটা সবার জন্য বড় সুযোগ। সবাই হলে গিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি দেখো। আমিও অপেক্ষায় থাগবো ছবিটি দেখার জন্য।’

উল্লেখ্য, খ্যাতিমান লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে এটি। পরীমণি ও সিয়াম আহমেদ ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, আবু হুরায়রা তানভীরসহ প্রায় ২০ জন শিশুশিল্পী।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন