কুকুরের কামড়ে মারা গেলো হরিণ

ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন বাসনভাঙা চরে কুকুরের কামড়ে একটি হরিণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে মৃত হরিণটিকে উপজেলার শশীগঞ্জ বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শশীগঞ্জ বিট কর্মকর্তা রোমেল হোসেন।
তিনি বলেন, দুপুরে বাসনভাঙা চরে কুকুরের আক্রমণে আহত হয় একটি হরিণ। স্থানীয়রা দেখতে পেয়ে আমদের খবর দেন। আমরা আহত হরিণটিকে চিকিৎসার জন্য উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পাদ অধিদপ্তরে নিয়ে যাই। তবে হরিণটি মারা যায়।
বিট কর্মকর্তা রোমেল আরও বলেন, এ হরিণের ওজন ৫০ কেজি হবে। হরিণটিকে শশীগঞ্জ বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেওয়া হয়েছে।
এইচকেআর