ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

দৌলতখানে আগুনে চার বসতঘর পুড়ে ছাই

দৌলতখানে আগুনে চার বসতঘর পুড়ে ছাই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার দৌলতখানে আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।  শনিবার (১৮ফেব্রুয়ারি) দিবাগত  রাতে দৌলতখান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।  খবর পেয়ে দৌলতখান  ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনের সূত্রপাত হয়। আগুনে চারটি বসতঘর পুড়ে যায়।  অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা  হলেন, মফিজল ইসলাম, ফিরোজ, নাজিম, মিলন।  অগ্নিকাণ্ডে তাদের ২০ লাখ টাকার  ক্ষতি হয়েছে।

দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান হাওলাদার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন