বোরহানউদ্দিন কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


ভোলার বোরহানউদ্দিন পৌর ১নং ওয়ার্ডের বোরহানউদ্দিন কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বোরহানউদ্দিন কিন্ডারগার্টেন এর মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা মেয়র রফিকুল ইসলাম ।
বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর হারুন অর রশিদ,
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি কায়কোবাদ মিয়া। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ। সঞ্চালনা করেন শিক্ষক মাকসুদুর রহমান আসাদ।
এর আগে সকালে কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্য্যক্রম শুরু হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের উপহার, ক্রেস্ট, মেডেল প্রদান করেন প্রধান অতিথি।
এইচকেআর
