ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সংস্কারের প্রভাবে বেহাল ববির কেন্দ্রীয় মাঠ, শিক্ষার্থীদের ক্ষোভ টি-টোয়েন্টি দল থেকে বাদ শান্ত, ফিরলেন সাইফউদ্দিন বরিশালসহ চার বিভাগের অধিকাংশ স্থানে হতে পারে ভারী বৃষ্টি বিএম কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের জ্যৈষ্ঠ উৎসব  জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ
  • অবিশ্বাস্য নিউজিল্যান্ড! ফলোঅনে পড়েও ১ রানের জয়

    অবিশ্বাস্য নিউজিল্যান্ড! ফলোঅনে পড়েও ১ রানের জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে ফলোঅনে পড়েও ১ রানের জয় ছিনিয়ে নিলো নিউজিল্যান্ড। টেস্ট ইতিহাসে যেটি দ্বিতীয়। আর ফলোঅনে পড়ার পর জেতার ইতিহাসে এটা চতুর্থ।  

    ওয়েলিংটনে প্রথম ইনিংসে ২০৯ রান করে অলআউট করা নিউজিল্যান্ডকে হারানোর আশায় ফলোঅন করিয়েছিল ইংলিশরা। অথচ সেই ফাঁদে তারা ফেঁসে গেল নিজেরাই। দ্বিতীয় ইনিংসে টম ল্যাথাম, কেন উইলিয়ামসন ও টম ব্লান্ডেলদের বীরত্বে বিশাল সংগ্রহ জড়ো করে কিউইরা। আর এই লক্ষ্যই পেরোতে পারেনি ইংলিশরা। ১ রান আগে গিয়ে শেষ হয়ে যায় তাদের ইনিংস!

    টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৪৩৫ রান করে ইনিংস ঘোষণা করেছিলো ইংল্যান্ড। জবাব দিতে নেমে ২০৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে ছিলো ২২৬ রানে। আর এই সুযোগই কাজে লাগাতে ছিলো বেন স্টোকসরা। ফলোঅন করায় নিউজিল্যান্ডকে।  

    কিন্তু নিউজিল্যান্ড হার মানেনি। স্কোরবোর্ডে তারা যোগ করে ৪৮৩ রান। ল্যাথাম ৮৩, ডেভন কনওয়ে ৬১, উইলিয়ামসন ১৩২, ড্যারিয়েল মিচেল ৫৪ ও টম ব্লান্ডেলের ৯০ রানের দারুণ সব ইনিংসে এই বিশাল সংগ্রহ দাঁড় করায় কিউইরা। ইংলিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৮ রান।  

    কিন্তু এই লক্ষ্যে ব্যাট করতে নেমে টিম সাউদি, ম্যাট হেনরি এবং নেইল ওয়েগনারের বোলিং তোপের মুখেই ভেঙ্গে পড়ে ইংলিশরা। কেবল জো রুটাই লড়েছিলেন একাই। তবে ৯৫ রান করেই সাজঘরে ফিরে যেতে হয় তাকে। বেশ কিছুক্ষণ লড়াই চালিয়ে যান বেন স্টোকস ও বেন ফোকস। কিন্তু তারাও হন ব্যর্থ। শেষে গিয়ে ২৫৬ রানেই সবগুলো উইকেট হারাতে হয় তাদের।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ