দৌলতখানে জাতীয় ভোটার দিবস পালন


'ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে'-এ প্রতিপাদ্য নিয়ে ভোলার দৌলতখানে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান।
এসময় দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, উপজেলা নির্বাচন অফিসার আবদুস সালামসহ সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এইচকেআর
