লালমোহনে হত্যা মামলায় যুবদল সভাপতি গ্রেফতার


ভোলার লালমোহন উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদারকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার করিম রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
লালমোহন থানা সূত্রে জানা যায়, কালমা ইউনিয়নের রওশনআরা বেগম নামের এক বৃদ্ধা হত্যা মামলায় তাকে সন্দেহজনক ভাবে আটক করা হয়। ওই মামলায় সন্দেহজনক আরো ২ জনকে আটক করা হয় বলে জানান ওসি মাহাবুবুর রহমান।
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি রাতে লালমোহন কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফজলে করিম মেম্বার বাড়ির শাহাজাহানের স্ত্রী রওশনআরা বেগমের মৃতদেহ টয়লেটের রিংস্লাফের মধ্যে পাওয়া যায়। এর ৬ দিন আগে তিনি নিখোঁজ ছিলেন। রওশনআরার ছেলে মো. সিহাব উদ্দিন এ ঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের করে।
এইচকেআর
