দৌলতখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত


"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" এ প্রতিপাদ্যে ভোলার দৌলতখানে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৮ মার্চ) সকাল দশটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যাগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান। মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, দৌলতখান থানার ওসি তদন্ত সত্য রঞ্জন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার, এনজিও সুশীলন'র উপজেলা সমন্বয়কারী রুমা বেগম প্রমুখ ।
এইচকেআর
