ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার, প্রিয় নীড়ে  শান্তির বাস 

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার, প্রিয় নীড়ে  শান্তির বাস 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ছোট পরিসরে  আদর্শ ছিমছাম  ঘর। সেই ঘরে পরিবার নিয়ে বসবাস করছেন  ফজিলত বেগম। ২ ছেলে,  ছেলের বউ, নাতিসহ সুখে দিন কাটছে ফজিলত বেগমের। কেমন আছেন জানতে চাইলে হাসিমুখে  ফজিলত বেগম বলেন, 'অনেক  সুখে আছি। আগে ঘর ছিলনা,  অন্যের ঘরে থাকতাম। সরকার পাকা ঘর দিছে,  এখন আর কষ্ট নেই।'  

মুজিববর্ষ উপলক্ষে ১ম,২য় ও ৩য় পর্যায়ে ভোলার দৌলতখান উপজেলায় ২৯৩টি অসহায় পরিবার ঘর বরাদ্দ  দিয়েছে  সরকার। প্রকল্পের আওতায় উপজেলার চরপতা ৯ নং ওয়ার্ডের একটি ব্যারাকে ২০০ টি পরিবারকে ২ শতক জমির মালিকানাসহ মুজিবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে  ঘর দেয়া হয়। একসময় যাদের অনেকেরই  মাথা গোঁজার ঠাঁই ছিলনা।  এখন প্রধানমন্ত্রীর উপহার প্রিয় নীড়ে শান্তিতে বসবাস করছেন তারা। ওই ব্যারাকে  অসুস্থ  স্বামীকে নিয়ে বসবাস করছেন খাদিজা বেগম। 

 খাদিজা বেগম জানায়,  আগে শহরে থাকতাম। স্বামী অসুস্থ  হয়ে পড়লে গ্রামে চলে আসি। অনেক কষ্টে  দিন গেছে। এখন আর বৃষ্টিতে ভিজতে হয় না, রোদেও পুড়তে হয়না।  প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।'

সরেজমিন  ঘুরে দেখা গেছে, মো. ফয়েজ, আনোয়ারা বেগম,  রোশনারা বেগম, হাজেরা বেগম, আলেফা  বেগমের  মতো অনেকেই  প্রধানমন্ত্রীর উপহারের ঘরে  সুখেই বাস করছেন।  ঘরের আঙিনায় সবজি চাষ,  ম‍ুরগি ও কবুতর পালন করে  অনেকেই জীবিকা নির্বাহ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রমতে, মুজিববর্ষ উপলক্ষে  আশ্রয়ণ- ২ প্রকল্পের  আওতায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে উপজেলার চরপাতা ও চরখলিফা ইউনিয়নে ২ শতক জমির মালিকানাসহ ২৯৩টি ভ‚মিহীন ও  গৃহহীন পরিবারের  মাঝে ঘর হস্তান্তর  করা হয়েছে। 

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান বলেন, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দৌলতখান  উপজেলায় ২৯৩টি ভ‚মিহীন  ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হয়েছে। সেখানে সুপেয় পানি ও স্যনিটেশনের ব্যবস্থা করা হয়েছে।  বর্তমানে ভ‚মিহীন  ও গৃহহীনদের জন্য ২০০ টি ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন