দৌলতখানে প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নি সার বিতরণ


খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ (উফশী) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলার দৌলতখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান'র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা ছিদ্দিকা। উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীবন বাবুর সঞ্চালনায় এসময় স্থানীয় সুবিধাভোগী প্রান্তিক চাষিরা উপস্থিত ছিলেন।
এইচকেআর
