ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আকুতি

ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচাতে সন্তানের আকুতি
নিজ ঘর আবাসনের সামনে ক্যান্সারে আক্রান্ত রহিমা বিবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রহিমা বিবি (৫৫)। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। উন্নত চিকিৎসার জন্য সন্তানেরা মাকে বাঁচাতে সমাজের হৃদয়বান, বিত্তবানদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেছেন। তাদের আকুতি, সবাই সহযোগিতার হাত বাড়ালে তারা তাদের মাকে বাঁচাতে পারবেন।

রহিমা বিবি ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পূর্ব চর কচ্ছপিয়া সাতবাড়িয়া সরকারি আবাসনের বাসিন্দা। স্বামী আ: খালেক গত হয়েছেন অনেক আগেই। ২ ছেলে ১ মেয়ে নিয়ে আবাসনে থেকে মেয়েকে বিয়ে দেয়ার পর বড় ছেলে শাকিল সংসারের হাল ধরেন। এরই মধ্যে রহিমা বিবির গালের ডানপাশে ব্যাথা হয়ে অসুস্থ হওয়ায় স্থানীয়ভাবে সাধ্যমত চিকিৎসা করান ছেলে। ব্যাথা ভালো না হওয়ায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পর ঢাকাতে ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দেন। এরপরে ঢাকা মেডিকেল ডাক্তার দেখান। সেখানে ডাক্তার মাংসের পরিক্ষা দিলে ক্যান্সার হয়েছে বলে চিকিৎসকরা জানান। তারা পরামর্শ দেন উন্নত চিকিৎসা করানোর জন্য। কিভাবে উন্নত চিকিৎসা করাবেন দিনমজুর ছেলে।

দিন মজুর শাকিল বলেন, মা অসুস্থ হবার পরে সহায় সম্বল বলতে যা কিছু ছিলো তার সবটাই খরচ করেছি। ঢাকার চিকিৎসকরা জানিয়েছেন, রোগ প্রথমিক পর্যায়ে আছে। দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারলে পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব হবে। আর এ জন্য প্রয়োজন অনেক টাকা। টাকার অভাবে মাকে চিকিৎসা করতে না পেরে ঢাকা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছি। 

রহিমা বিবির সন্তানদের আকুতি সবাই সহযোগিতার হাত বাড়ালে তারা তাদের মাকে বাঁচাতে পারবেন। তাদের মাকে চিকিৎসার জন্য সহযোগীতা করতে চান তবে এ নম্বরে-০১৭২০০১০৪৭৭ কল করে কথা বলে সাহায্য করতে পারেন।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন