ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

‌'বর্তমান সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে'

‌'বর্তমান সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে'
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে ভোলার দৌলতখানে তিনটি কমিউনিটি ক্লিনিকের নতুন আধুনিক ভবন উদ্বোধন করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের  তিনটি কমিউনিটি ক্লিনিকের আধুনিক ভবনে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্ধোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কমিউনিটি ক্লিনিকগুলোর আধুনিকায়নসহ নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ক্লিনিকে  গ্রামের মানুষ বিনামূল্যে  চিকিৎসাসেবা ও ওষুধ পাচ্ছেন। 

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, ওসি জাকির হোসেন, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মাষ্টারসহ কমিউনিটি ক্লিনিকের সদস্যরা উপস্থিত  ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন