দৌলতখানে দুঃস্থদের মাঝে নগদ অর্থ ও শাড়ি- লুঙ্গি বিতরণ

দৌলতখান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা শিল্পপতি আমিরুল ইসলাম বাচ্চু মিয়ার আর্থিক সহযোগিতায় ২ হাজার ৫ শ' জন দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও শাড়ি- লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় দৌলতখান মহিলা কলেজের মাঠে দুঃস্থদের হাতে নগদ অর্থ ও ঈদ উপহার তুলে দেন মহিলা কলেজের অধ্যক্ষ জাবির হাছনায়ীন জাকির।
ঈদ উপলক্ষে নতুন নগদ অর্থ ও শাড়ি- লুঙ্গি পেয়ে বেজায় খুশি অসহায় মানুষগুলো। এসময় দৌলতখান মহিলা কলেজের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এইচকেআর