ঢাকা শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম
  • শের-ই বাংলা মেডিকেলে ভাঙচুরের ঘটনায় রনি ও কাফির বিরুদ্ধে থানায় অভিযোগ বরিশালে অস্ত্র-ইয়াবাসহ 'মাদক সম্রাট' রাসেল গ্রেফতার এক ইলিশ বিক্রি হলো ৫৬০০ টাকা আল্লামা সাঈদী‎ জীবন ও কর্ম দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়লো দেশে আর চাঁদাবাজ-দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের প্রমাণ পেয়েছে সিআইডি ধানমন্ডি ৩২ নম্বরে এসে ভিডিও কল, আওয়ামী লীগ সন্দেহে গণপিটুনি শেবাচিম হাসপাতালে কর্মচারীদের ওপর হামলার ঘটনার তদন্তে কমিটি বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার ‍আন্দোলন থেকে সরে দাঁড়ালো ‍একাংশ, প্রতিরোধের ঘোষণা
  • টাঙ্গাইলে জামাই মেলায় দর্শনার্ধীদের ভিড়

    টাঙ্গাইলে জামাই মেলায় দর্শনার্ধীদের ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে চলছে তিন দিনব্যাপী ‘জামাই মেলা’। রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পর্যন্ত।

    একদিকে ঈদের আনন্দ, অপরদিকে মেলাকে কেন্দ্র করে স্কুল মাঠে নেমেছে মানুষের ঢল। এ মেলাকে কেন্দ্র করে এলাকায় বইছে উৎসবের আমেজ। খবর জাগো নিউজের।

    স্থানীয়রা জানান, প্রতিবছরের ১১, ১২ ও ১৩ বৈশাখ (সনাতন পঞ্জিকা অনুসারে) রসুলপুরে মেলা বসে। এই মেলাকে কেন্দ্র করে আশপাশের অন্তত ৩০ গ্রামের জামাইরা শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। তারাই মেলার মূল আকর্ষণ। আর মেলায় জমায়েত হন ৩০ গ্রামের জামাইরা। এছাড়া মেলার দিন শাশুড়িরা মেয়ের জামাইয়ের হাতে সামর্থ্য অনুসারে টাকা দেন। সেই টাকা দিয়ে জামাই বাজার করে এনে শ্বশুরবাড়ির লোকদের খাওয়ান। এ কারণেই মেলাটি ‘জামাই মেলা’ হিসেবে পরিচিত। তিন দিনে রসুলপুরসহ আশপাশের গ্রামের লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই মেলায়।

    মেলায় বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনী, খাবারের দোকানসহ ছোট-বড় দেড় শতাধিক দোকান বসেছে। দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন দোকানিরা। মিষ্টি জাতীয় পণ্যের দোকানও আছে। এছাড়া এ মেলায় একাধিক ফার্নিচারের দোকানও বসেছে। বড়দের পাশাপাশি ছোট ছেলে-মেয়েরাও মেলা উপভোগ করছে।

    এ বিষয়ে মেলার আয়োজক কমিটির আহ্বায়ক আবুল হাসেম জানান, মেলায় দুই শতাধিক দোকান বসেছে। এই মেলায় মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে বেশি বিক্রি হয়। মেলায় খাবার আইটেম, খেলনাসহ বিভিন্ন ফার্নিচারও পাওয়া যায়।

    তিনি আরও জানান, মেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রসুলপুরসহ আশপাশের গ্রামের যুবকদের নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী করা হয়েছে। এতে করে মেলার পরিবেশ স্বাভাবিক থাকে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ