দৌলতখানে ইউপি নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল


ভোলার দৌলতখান উপজেলার ৩ নং চরপাতা ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল হাই মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১ টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শহীদুল্লাহ'র কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, পৌর আওয়ামী লীগের সম্পাদক আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মনোনয়ন দাখিল উপলক্ষে চরপাতা ইউনিয়নের কাজিরহাটে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু প্রমুখ বক্তৃতা করেন। দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এইচকেআর
