সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি


সিটি নির্বাচনে দলের কেউ বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সবাইকে কেন্দ্রের নির্দেশ মানতে হবে, দল যাকে যোগ্য মনে করবে তাকেই প্রার্থী করবে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেরেবাংলা এ কে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও ফাতেহা পাঠ করেন নেতারা। ফুল দেয় ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন।
পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা লাভ করলেও এখন সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থিতিশীল করতে মরিয়া। এখনও বাংলাদেশকে নখের আঘাতে জর্জরিত করছে। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে পারলেই স্বাধীনতার আসল স্বাদ পাওয়া যাবে। বিএনপি সবসময় সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
টিইউ
