ঢাকা শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম

পদ্মায় ট্রলারে ডাকাতি, কোটি টাকা লুটের অভিযোগ

পদ্মায় ট্রলারে ডাকাতি, কোটি টাকা লুটের অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দিনদুপুরে পদ্মা নদীতে গরু ব্যবসায়ীদের বহনকারী একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গরু ব্যবসায়ীদের মারপিট করে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় এক কোটি টাকা লুটে নেয় ডাকাতরা।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছাকাছি ডাকাতির এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা জানিয়েছেন, সকালে দৌলতদিয়া ঘাট থেকে ট্রলারবোঝাই করে অনেকগুলো গরু নিয়ে ব্যবসায়ীরা মানিকগঞ্জের আরিচা ঘাট সংলগ্ন গরুর হাটে বিক্রি করতে যান। বেচাকেনা শেষ করে ৭০-৮০ জনের ব্যবসায়ী দুপুর দেড়টার দিকে আরিচা ঘাট থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ওই ট্রলারেই রওনা দেন।

বেলা ৩টার দিকে ট্রলারটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছাকাছি পৌঁছালে ১৫-২০ জনের একটা ডাকাত দল স্পিডবোটযোগে পাবনার দিক থেকে দ্রুত এসে তাদের ট্রলারের সঙ্গে ভেড়ে।

এ সময় তারা ট্রলারের ইঞ্জিন বন্ধ করে ধারালো অস্ত্র নিয়ে ট্রলারে থাকা ব্যবসায়ীদের এলোপাতাড়ি কুপাতে শুরু করে। অল্প সময়ের মধ্যে তারা সবার কাছ থেকে টাকা লুট করে চলে যায়।

দৌলতদিয়া নৌ ফাঁড়ি পুলিশ  ইনচার্জ  মো.সিরাজুল কবির জানান, খবর পাওয়ামাত্রই তারা একটি স্পিড-বোট নিয়ে ডাকাতদের পিছু ধাওয়া করেন। তবে মাওয়ার কাঁঠাল বাড়ি ঘাট পর্যন্ত গিয়ে ফিরে আসেন। সেখানকার নৌ-পুলিশ ডাকাতদের ধরতে চেষ্টা চালাচ্ছে।

 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ