চরফ্যাশনে সেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত


চরফ্যাশন উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে সাবেক এমপি নাজিমউদ্দীন আলম এর বাসভবনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ মে) সকাল দশটায় চরফ্যাশন উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন বিএনপির সিনিয়র সহ সভাপতি এবং পৌরসভার মেয়র সাবেক মেয়র আ ন ম আমিরুল ইসলাম মন্টিজ, উপজেলা বিএনপির যুগ্নসাধারণ সম্পাদক গোফরান মহাজন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মইন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম আসলামি, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী, চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সিদ্দিক মাতাব্বরসহ বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন গোলদার। সভায় উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আমির হোসেন আমু, সহ সভাপতি তালাত মাহমুদ চুম্বন, সহ সভাপতি আলিমুল কবির মাদ্রাজি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন সেজনু,সহ সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মহিবুল্লাহ ।
এইচকেআর
