ঢাকা শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম

রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন দিদারুল আলম

রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন দিদারুল আলম
দিদারুল আলমছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. দিদারুল আলম। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি যত দিন এ পদ অলংকৃত করবেন অথবা দিদারুল আলমকে এই পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, তত দিন এই নিয়োগ কার্যকর থাকবে।

দিদারুল আলম এক সময় অর্থনৈতিক ক্যাডারের কর্মকর্তা ছিলেন। পরে অর্থনৈতিক ক্যাডারের সব কর্মকর্তা প্রশাসন ক্যাডারে একীভূত হন। দিদারুল আলম প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজের একান্ত সচিব হিসেবেও কাজ করেছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ