ঢাকা শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম

সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে ঢাকায় বিক্রি করতেন তারা

সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে ঢাকায় বিক্রি করতেন তারা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল ও পল্লী বিদ্যুৎ নিকটবর্তী এলাকা থেকে ১০ হাজার ইয়াবা, ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৮ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৪।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. তৌহিদুল ইসলাম (২৯), মো. ফজলুল হক ফয়েজ (৩১), মো. হৃদয় আলী (২২), ও সঞ্জু বিশ্বাস (২১‌)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ ও ১৭ মে র‌্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল ও পল্লী বিদ্যুৎ নিকটবর্তী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ হাজার ইয়াবা, ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিল।

গ্রেফতারদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।


আরজেএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ