ঢাকা শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম

ভোট সুষ্ঠু না হলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র,  যা বললেন ইসি আলমগীর  

ভোট সুষ্ঠু না হলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র,  যা বললেন ইসি আলমগীর  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু না হলে জড়িতদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) ভাবনা নেই।

বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন অবস্থানের কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বুধবার (২৪ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যে বাধা সৃষ্টি করবে, তাদের ভিসার না দেওয়ার সিদ্ধান্ত এসেছে।

বিষয়টি নিয়ে মতামত জানতে চাইলে মো. আলমগীর বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কারণ এগুলো হলো আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার। এটা আমাদের নয়। আমাদের দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন করা। এজন্য যা করা দরকার সবই করব। এখন কে বাধা দিয়েছে তা কমিশনের অংশ না। সে বিষয়ে কোনো রাষ্ট্র বা সরকারে সঙ্গে তাদের কী বোঝাপড়া আছে বা কী হবে তা তারা বলতে পারবে। আমার কিছু বলার নাই।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ