বিএনপির পদযাত্রা থেকে সরকার পতনের দাবি


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশের হয়রানী বন্ধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সবগ্রাসী দুর্নীতির প্রতিবাতে সরকার পতনের ১০ দফা দাবি বাস্তবায়নে বরিশালে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরের আগে সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি সদর রোড থেকে শুরু হয়ে ফজলুল হক এভিনিউ, লঞ্চঘাট হয়ে মুক্তিযোদ্ধা পার্কের সামনে গিয়ে শেষ হয়। পদযাত্রা থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।
মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রার পূর্বে সকাল ১১টায় নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা খ- খ- মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে জড়ো হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমতউল্লাহ, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক আলতাফ মাহমুদ সিকদার, জিয়াউদ্দিন সিকদার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচএম তছলিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘অবৈধ ভোট চোর সরকারের অধিনে আর কোন নির্বাচন নয়। আপনার যদি এতটাই উন্নয়নের জনসমর্থন থেকে তাহলে কেন দেশের জনগণকে বিশ্বাস করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে ভয় পাচ্ছেন। যদি দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করেন তবে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে পুনরায় ক্ষমতায় আসার জন্য যোগ্যতার প্রমাণ দিন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে এসময় আর উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন, মহানগর মহিলা দলের সভাপতি অধ্যাপক ফারহানা তিথি, সাধারণ সম্পাদক পাপিয়া বেগম, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মসিউর রহমান মঞ্জু প্রমুখ।
আরজেএন
