ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

মনপুরায় ১৫ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

মনপুরায় ১৫ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার মনপুরায় জবাইকৃত হরিণের ১৫ কেজি মাংসসহ এক শিকারীকে আটক করেছে পুলিশ। এই সময় সংঘবদ্ধ চক্রের অপর পাঁচ সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় বণ্যপ্রাণী নিধন আইনে মামলা করে পুলিশ।

এর আগে মঙ্গলবার গভীর রাত সাড়ে ৩ টায় উপজেলা সদর ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশের পাকা সড়কের ওপর থেকে মাংসসহ হরিণ শিকারীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

আটককৃত হলো, কালু (২৮)। তিনি উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা গেদু সর্দারের ছেলে। এছাড়াও পালিয়ে যাওয়া অপর সদস্যরা হলেন, শাখাওয়াত (৩৩), শাহীন (২৫), সামসুল আলম (৪২), ফারুক ওরফে কালা ফারুক (২৫) ও  কুট্টি (৪০)। তাদের সবার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, বদনার চর থেকে হরিণ শিকার করে হরিণের মাংস নিজেদের মধ্যে ভাগবাটোয়ার করে নিয়ে যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইয়াকুবের নের্তৃত্বে পুলিশের একটি টিম গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩ টায় উপজেলা সদর ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশে সড়কে অভিযান চালায়। 

এই সময় ব্যাগ ভর্তি জবাইকৃত হরিণের ১৫ কেজি মাংসসহ কালুকে আটক করা হয়। এই সময় চক্রের অপর ৫ সদস্য পালিয়ে যায়। আটককৃতসহ পলাতক অপর ৫ সদস্যের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন