কবি আসাদ চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে


কানাডায় অবস্থানরত একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তাকে টরন্টোর স্থানীয় মাইকেল গ্যারণ হাসপাতালের ইমারজেন্সিতে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টসহ নানান জটিল রোগে ভুগছিলেন। এই অবস্থায় তাকে ক্যাথেড্রাল দেয়া হলেও কোনো উন্নতি না হলে দ্রুত হাসপাতালের ইমারজেন্সিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে ইন্টেন্সিভ কেয়ার কেবিনে নেওয়া হয়েছে। বর্তমানে কবির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কবির পরিবার। এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কবি আসাদ চৌধুরী বেশ কয়েক বছর ধরে স্বপরিবারে টরন্টোতে বসবাস করছেন। পরিবারের সদস্যরা কবির দ্রæত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী এবং মাতার নাম সৈয়দা মাহমুদা বেগম। সাহিত্যের বিভিন্ন শাখায় তার পদচারণা।
কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। কিছু অণুবাদকর্মও তিনি সম্পাদন করেছেন। তিনি মনোগ্রাহী টেলিভিশন উপস্থাপনা ও চমৎকার আবৃত্তির জন্যও জনপ্রিয়। কবি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন।
এইচকেআর
