খুলনায় পত্রিকা অফিসে চাপাতি রামদা নিয়ে হামলা, ভাঙচুর
খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে রড, ছুরি, চাপাতি, রামদা নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল সন্ত্রাসী। এ সময় তারা পত্রিকাটির সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেয়। মঙ্গলবার দুপুরে নগরীর ৪০ বেণী বাবু রোডের জাহান মঞ্জিলের নিচতলায় অবস্থিত পত্রিকাটির অফিসে এ হামলার ঘটনা ঘটে। অফিসের পাশে কাকন প্রিন্টিং প্রেসেও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।
পত্রিকাটির সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। এছাড়া তিনি খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক এবং খুলনা প্রেস ক্লাবের সহসভাপতি। পত্রিকাটির প্রিন্টার্স লাইনে উপদেষ্টা সম্পাদক হিসেবে খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের নাম আছে।
মাহবুব আলম সোহাগ বলেন, ‘আমি দুপুর ১টার দিকে পত্রিকার অফিস কক্ষে জোহরের নামাজ পড়ছিলাম। এ সময় মোটরসাইকেল নিয়ে একদল সন্ত্রাসী অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে। তারা বিভিন্ন ধারাল অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। দৈনিক দেশ সংযোগে গত ১৩ ও ২০ এপ্রিল খুলনা নগরীতে জুয়া, মাদক ও আবাসিক হোটেলে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়েছিল। এর জেরে আমাকে আগেও হত্যার হুমকি দেওয়া হয়। ওই প্রতিবেদনের জেরেই আজকের হামলা হয়েছে বলে ধারণা করছি। আমি মামলা করব।’
অফিসের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, অন্তত ৬ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারী যুবকদের একজনের মাথায় হেলমেট, দু’জনের মুখে মাস্ক ছিল। যারা অফিসে ঢুকেছিল তারা ছাড়াও বাইরে আরও ৩/৪টি মোটরসাইকেলে কয়েকজন পাহারা দিচ্ছিল। ভাঙচুরের পর অস্ত্রধারী ৬ জন বাইরে বেরিয়ে ওই মোটরসাইকেলগুলোতে করে দ্রুত পালিয়ে যায়।
এদিকে হামলার খবর পেয়ে খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন, খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতারা দেশ সংযোগ পত্রিকা অফিসে আসেন। ওসি হাসান আল মামুন জানান, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত এবং আটকের চেষ্টা চলছে।
এইচকেআর