ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ ঘোষণার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ  বরিশালে গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা আমতলীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা  সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ পটুয়াখালীতে ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন, স্নেহাংশু সভাপতি ও মজিবুর সম্পাদক সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস ভোলায় স্বামীকে নির্যাতনের পর গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি  গ্রেফতার  বরিশালে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ বামনায় ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক র‍্যালি  বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার 
  • বিপিএলে সাকিব এবার অন্য দলে

    বিপিএলে সাকিব এবার অন্য দলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাঠের সাকিব আল হাসান ‌ভেরি মাচ প্রেডিক্টেবল। তার অতিবড় সমালোচকও মানেন, মাঠের সাকিব সবার সেরা। তার পারফরম্যান্স নিয়ে এতটুকু অনিশ্চয়তা নেই। দুই-একটা খারাপ দিন ছাড়া সাকিব সবসময় ব্যাট ও বল হাতে উজ্জ্বল।

    তবে মাঠের বাইরের সাকিবকে নিয়ে নিশ্চিত করে কিছু বলা কঠিন। কবে কখন কী করবেন? কবে দেশে আসবেন, কবে কখন আবার চলে যাবেন? তা নিশ্চিত করে বলতে পারেন না তার খুব কাছের মানুষও।

    এছাড়া খেয়ালি ও খানিক হেয়ালি সাকিব ঘরোয়া ক্রিকেটে কোন দলে খেলবেন, সেটাও আগে থেকে বলা কঠিন। কারণ বিশ্বসেরা অলরাউন্ডার নিজের মনমতো দল পাল্টান। এখানে বেটার অফারের চেয়েও তার পছন্দ ও অপছন্দটাই বড়।
    তবে এবারের বিপিএল শুরুর ৬ মাস আগেই শোনা যাচ্ছে, সাকিবের দলবদলের খবর।

    ক্রিকেট পাড়ার খবর, সাকিব আগামী বিপিএলে দল বদলে ফেলবেন। মানে বরিশারের হয়ে আর খেলবেন না। সাকিবের খুব কাছের সূত্র থেকে এমনটাই জানা গেছে। টাইগার দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক নাকি বলেছেন, বরিশালে আর নয়। আগামীবার মানে ২০২৪ বিপিএলে তিনি নতুন দলে খেলবেন।


    সাকিব সত্যিই কোন দলে খেলবেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দুরকম কথা শোনা যাচ্ছে। এক পক্ষের দাবি, সাকিব বসুন্ধরা গ্রুপের দল রংপুর রাইডার্সে নাম লেখাবেন। অন্যপক্ষের দাবি, ঢাকা আবার নতুন মালিকানা বদলে আরও শক্তিশালী ও সমৃদ্ধ দল গড়বে। সাকিবকে সেখানেই দেখা যেতে পারে। এমনকি রাজশাহীর যদি নতুন দল হয়, তাহলে সেখানেও খেলতে পারেন সাকিব। তবে বরিশালে নয়, এটা মোটামুটি নিশ্চিত।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ