হলি আর্টিজান হামলা: চলতি মাসেই মামলার নিষ্পত্তি


চলতি মাসেই উচ্চ আদালতে নিষ্পত্তি হচ্ছে হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলা। আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য প্রয়োজন আর দুই থেকে তিন কার্যদিবস। অ্যাটর্নি জেনারেল বলেছেন রাষ্ট্রপক্ষের চাওয়া–সব জঙ্গির মৃত্যুদণ্ড যেন বহাল থাকে।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটে ২০১৬ সালের পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে।
ওই দিন রাতে জঙ্গিদের হামলায় নিহত হন ১৭ জন বিদেশি নাগরিকসহ ২২ জন। এর মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। ভয়ংকর এ জঙ্গি হামলা স্তম্ভিত করেছিল বাংলাদেশকে। পরে সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে নিহত হন ৬ জঙ্গি।
২০১৯ এর ৭ ডিসেম্বর। বিচার শেষে ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। যার শুনানি শুরু হয় মে মাসে। অ্যাটর্নি জেনারেল বলছেন, এ মাসের মাঝামাঝিতে শেষ হবে হাইকোর্টের শুনানি।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, একজন বিচারক হজে গিয়েছেন, তিনি ফিরে আসলেই দুই বা তিন কার্যদিবসের মধ্যে বিচারকাজ শেষ হবে।
রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তার প্রত্যাশা, ৭ জঙ্গির ফাঁসির রায় বহাল থাকবে উচ্চ আদালতে। তার মতে, এই রায়ের মাধ্যমে বিশ্ব দেখবে বাংলাদেশ এমন ঘটনায় কোনো ছাড় দেয় না।
হর্লি আর্টিজানের এ ঘটনার পর জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। একের পর এক অভিযানে ভেঙে দেয়া হয় জঙ্গিদের আস্তানা। এসব অভিযানে নিহত হন গুলশানের হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীসহ ৮ জঙ্গি।
টিইউ
