ঢাকা শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম

ঈদের ছুটিতে চার শতাধিক রোগীকে সেবা দিলেন ডাক্তার দম্পতি

ঈদের ছুটিতে চার শতাধিক রোগীকে সেবা দিলেন ডাক্তার দম্পতি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

টানা তৃতীয়বারের মতো ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার খাড়েরা গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করার মধ্যদিয়ে চার শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন ডা. দম্পতি ডা. আবু হামেদ বাবু ও ডা. জিনিয়া খান।

শুক্রবার (৩০ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ডাক্তার বাড়িতে এ চিকিৎসা সেবা দেয়া হয়।

চিকিৎসাসেবা প্রদান করা চিকিৎসকেরা হলেন, গ্রীন ভিউ স্পেশালইজড্ হসপিটালের চেয়ারম্যান ডা. আবু হামেদ বাবু ও তার স্ত্রী গাইনি ডা. জিনিয়া খান। এ সময় তারা চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ সময় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা স্বস্তি প্রকাশ করেন।

চিকিৎসা নিতে আসা খাড়েরা গ্রামের ৫০ বছর বয়সী সাহেরা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ শহরে গিয়া ডাক্তার দেখানোর ক্ষমতা নেই। আমাদের গ্রামের ডাক্তার শহরের হাসপাতালের চিকিৎসা দেয়। ঈদে তারা বাড়িতে এসে টাকা ছাড়া রোগী দেখতেছে এ কথা শুনে আমিও ডাক্তার দেখাতে আসছি। এরা আবার টাকা ছাড়া ওষুধ দিচ্ছে। আমরা সবাই খুশি তাদের এই কাজে।’

একই গ্রামের ৭০ বছর বয়সী আরেক রোগী হাফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ডাক্তার বাড়ির মানুষ আমাদের সব সময় চিকিৎসা দিচ্ছে কিন্তু টাকা নেয় না। ডাক্তার বাড়ির ছেলে শহরে হাসপাতাল দিছে। ঈদে বাড়িতে আইয়া আমারে চিকিৎসা দিতাছে আবার ওষুধও দিছে। কিন্তু টেহা নিছে না।’

এ ব্যাপারে চিকিৎসক ও ব্রাহ্মণবাড়িয়া শহরের গ্রীন ভিউ স্পেশালইজড হসপিটালের চেয়ারম্যান ডা. আবু হামেদ বাবু বলেন, এখানে আমার গ্রামের বাড়ি। আমার শেকড়। আমার পূর্ব পুরুষ গ্রামের মানুষকে সেবা দিয়েছেন। আমার শহরে একটি হাসপাতাল আছে। ফলে বেশিরভাগ সময় আমি শহরে থাকি। ঈদের সময় যখন বাড়িতে আসি তখন চেষ্টা করি আমার পূর্ব পুরুষ যেভাবে গ্রামের মানুষের সেবা করেছেন, সেভাবে কাজ করার জন্য। টানা তৃতীয় বারের মতো এবারও ঈদে তাদের সেবা করার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস।’

এদিকে সেবা দানকারী গাইনি চিকিৎসক জিনিয়া খান বলেন, ‘এটি আমার শ্বশুর বাড়ির এলাকা। ঈদে যখন আমরা গ্রামে আসি তখন মানুষকে বিনামূল্যে সেবা দেয়ার চেষ্টা করি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসক আবু হামেদ বাবুর পিতা জামাল উদ্দিন, গ্রীন ভিউ স্পেশালাইজড হসপিটালের পরিচালক আবু নাছের, ওবায়দুর রহমান বাবু, সুজন সূত্রধর, কামাল মিয়াসহ খাড়েরা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

 


টিইউ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ