ঢাকা শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম
পানি সম্পদ প্রতিমন্ত্রী: বাক স্বাধীনতায় দেশে বাধা নেই নব নির্বাচিত মেয়র খোকন: নগরের উন্নয়নে কাজ শুরু করেছি

সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক প্রদান

সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক প্রদান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামিম এমপি বলেছেন, বাংলাদেশের সাংবাদিকরা যেটা ইচ্ছা সেটা লিখতে পারে। বাক স্বাধীনতায় এদেশে কোন বাধা নেই। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। বরিশাল নগরীরে উন্নয়নে নব নির্বাচিত মেয়রকে যা সহযোগিতা দরকার সব করা হবে। 

গতকাল শুক্রবার বিকেলে বরিশাল সার্কিট হাউজে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট প্রদত্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ। অনুষ্ঠানের প্রধান বক্তা নব নির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেন, শপথ গ্রহন করে আমি বরিশাল নগরের উন্নয়নে কাজ শুরু করেছি। মন্ত্রী, সচিবদের সঙ্গে দেখা করেছি। নগরবাসীর কাছে যে অঙ্গিকার করেছি তা পালন করা হবে। চেক বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক খান রফিকের সঞ্চালনায় চেক বিতরন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আ’লীগ নেতা অ্যাড. লস্কর নুরুল হক, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, সাংবাদিক নেতা কাজী মিরাজ মাহমুদ, আবুল কালাম আজাদ, মুফতি সালাউদ্দিন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, ছাত্রনেতা মঈন তুষার, অসীম দেওয়ান, জসীম উদ্দীন প্রমূখ।

অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ৩১জন পেশাজীবি সাংবাদিকের মধ্যে চেক বিতরন করা হয়েছে।
 


আরজেএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ