ঢাকা শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম

পুলিশের বাধায় ছত্রভঙ্গ বিএনপির সমাবেশ

পুলিশের বাধায় ছত্রভঙ্গ বিএনপির সমাবেশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সরকার পতনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় নাটোর জেলা বিএনপি পদযাত্রা করেছে। এ সময় পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যায় তাদের সমাবেশ।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে নাটোর শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির কার্যালয় থেকে পদযাত্রা শুরু করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় পদযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীরা এনএস কলেজ মজসিদের সামনে সংক্ষিপ্ত পথসভা করেন। পথসভায় জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বক্তব্য রাখেন।

বিএনপি নেতাকর্মীরা জানান, পথসভা শেষে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে আসেন। পরে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা আবার সমাবেশ করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বলেন, বিএনপি তাদের কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হলে যানজটের সৃষ্টি হয়। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করতে তাদের সরিয়ে দেয়া হয়।


আরজেএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ