মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

“নিরাপদে মাছে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ শ্লোগানে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে র্যালি শেষে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইযূমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নূর আলম, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, মৎস্য প্রতিনিধি ওমর ফারুক, হাবিবুর রহমান প্রমুখ।
এইচকেআর