এমপিকে হত্যার হুমকি, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত


ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন সর্দারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গতকাল বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক নোটিশে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়।
সাময়িক বরখাস্তের বিষয়টি বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাও নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার বর্তমানে কারাগারে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার কর্তৃক ভোলা-২ আসনের সংসদ সদ্য আলী আজম মুকুলকে ভিডিও কলের মাধ্যে হত্যার হুমকি প্রদান করার অভিযোগে ২৬ জুন ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানো জবাব প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। জবাব প্রদানের সময়সীমা অতিক্রম হওয়া সত্তে¡ও জবাব প্রেরণ না করায় স্থানীয় সরকার বিভাগের ২৬ জুলাই জনস্বার্থে চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৫ জুন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদার স্থানীয় এমপি আলী আজম মুকুলকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। রাত থেকেই বোরহানউদ্দিনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই এলাকায় দফায় দফায় বিক্ষোভে করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংঘঠনের নেতাকর্মীরা। পাশাপাশি বিক্ষোভকারীরা চেয়ারম্যানের কুশপুত্তলিকাও দাহ করে।
পরদিন বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান আল মুন্না বাদী হয়ে আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেন। এর পর থেকে চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। ৬ জুলাই রাতে ঢাকার রায়েরবাগ তার ভাড়াবাসা থেকে তাকে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। বোরাহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলামের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এইচকেআর
