ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেলো চিকিৎসকের

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেলো চিকিৎসকের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলায় কর্মস্থলে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ডা. হিল্লোল দে (৩০) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোলার লালমোহন উপজেলার বাকলাইয়ের দোকান এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিল্লোল লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ছিলেন। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের কাজল চন্দ্র দে’র ছেলে।


নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালের দিকে ডা. হিল্লোল দে ভোলার ইলিশায় লঞ্চঘাটে গিয়ে ঢাকাগামী লঞ্চে তার স্ত্রীকে উঠিয়ে দেন। পরে সেখান থেকে মোটরসাইকেলে কর্মস্থল লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরছিলেন।

লালমোহন উপজেলার বাকলাইয়ের দোকান সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এলে একটি দ্রুতগামী মাইক্রোবাস তার মোটরাসইকেল চাপা দেয়। এতে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার থেকে একটি মামলা করা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে, তবে এর চালককে আটকের চেষ্টা চলছে।

হিল্লোল দে ৪২তম বিসিএসএ স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন