ঢাকা বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

Motobad news

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানী ঢাকাসহ এর আশপাশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যাল্যার্টস সিস্টেমের বরাত দিয়ে গুগল জানিয়েছে, রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প হয়।

আবহাওয়াবিদ মো. জহিরুল জানিয়েছেন, মাঝারি ধরনের এই ভূমিকম্পের উপত্তিস্থল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ২৪১ কিলোমিটার উত্তর-পূর্বে আসামে।

ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভুটানে অনুভূত হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন