সিগারেট খাওয়া নিয়ে বন্ধুর ছুরিতে বন্ধু খুন


ভোলা সদর উপজেলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মো. রাসেল (১৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইলিশা চডারমাথা মাছ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার ইলিশা ইউনিয়নের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় প্রধান আসামি মো. রিয়াজকে (২৪) আটক করেছে পুলিশ।
জানা গেছে, রাসেল ও রিয়াজ পেশায় জেলে। স্থানীয় আকতার মাঝির নৌকায় জেলে হিসেবে কাজের সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আটক রিয়াজ একই এলাকার শাহে আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার ইলিশা চডারমাথা মাছ ঘাটে আক্তার মাঝির নৌকার জেলে রাসেল ও রিয়াজ জাল মেরামত করছিলেন।
এ সময় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রিয়াজ জাল মেরামত করার ছুরি দিয়ে রাসেলের গলায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রাকিব হোসেন জানান, রিয়াজ ও রাসেল একই গ্রামের বাসিন্দা।
রিয়াজ রাসেলের পাঁচ-ছয় বছরের বড়। তারা দুজন পেশায় জেলে। স্থানীয় আকতার মাঝির নৌকায় দুজন ভাগী হিসেবে কাজ করতেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চড়ার মাথা মাছ ঘাটে সিগারেট খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেলকে ছুরি দিয়ে আঘাত করেন রিয়াজ।
গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে রাসেল মারা যান। খবর পেয়ে রাসেলের মা-বাবা ঢাকা থেকে ভোলার উদ্দেশে রওনা হয়েছেন।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার জানান, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক রিয়াজকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। রাসেলের পরিবারের দায়ের করা মামলায় রিয়াজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এইচকেআর
